গোষ্ঠী বড় হলে বাচা যায় গাউত, রেবের কাছাত বাচা যায় না

“ঘুষ্টি বড় হইলে গাউত বাচা যায়, রেবোর কাছাত বাচা যায় না” এই কথাটি বললেন কানাইঘাট বাণীগ্রাম ইউনিয়নের এক বয়োবৃদ্ধ লোক। বয়স ৮০ বছর পাড়ি দিয়েছ এই মানুষটির । এই জনমে কতো অন্যায় আর অবিচারের কাহিনির সাক্ষী তিনি, বললে বুঝাতে  পারবেননা।ঘুষ্টি (সম্প্রদায়) ছোট হওয়ায় শুধু দেখে গেলেন আর আল্লাহর কাছে ওদের পতন দেখার দোয়া করলেন।সেই দোয়া কবুল মনে হয় আজ হলো বলে জানালেন তিনি। নাম প্রকাশে আজও ভয়ে কাতর তিনি। যদি ঐ যমদূত পাষন্ডরা চালায় ঘোষ্টিগত নির্যাতন। এই বয়সে মরতে ভয় নাই, কিন্তু ভয় হয় ক্ষুদ্র ঘোষ্টির উপর যদি শুরু হয় … Continue reading গোষ্ঠী বড় হলে বাচা যায় গাউত, রেবের কাছাত বাচা যায় না